Wellcome to National Portal
Main Comtent Skiped

নলছিটি বিদ্যুৎ সরবরাহের সম্মানিত গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,   দপদপিয়া ১১ কেভি ফিডারের জরুরী রক্ষণাবেক্ষণ ও  ডালপালা  কর্তন এবং নির্মানাধীন ৩৩ কেভি লাইনের পোল স্থাপনের জন্য আগামী ২৭/০৩/২০২৪ ইং তারিখ রোজ বুধবার সকাল ০৮.০০ ঘটিকা হইতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত দপদপিয়া ফেরিঘাট,  কুমারখালি, পূর্বদপদপিয়া, দপদপিয়া ইউনিয়ন পরিষদ, বোটের হাট এলাকায় বিদ্যুৎ  সরবরাহ বন্ধ থাকিবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধকালীন সময়ে বৈদ্যুতিক লাইনের পার্শ্ববর্তী গাছপালা কাটা বা লাইনের সংস্পর্শে আসা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজন সাপেক্ষ্যে যেকোন সময় বিদ্যুৎ সরবরাহ সচল করা হতে পারে ।সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় নলছিটি বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।


Title
ওজোপাডিকোতে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন
Details


‘‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’’ এই প্রতিপাদ্যকে  সামনে রেখে শেখ রাসেল-এর ৬০তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে ওজোপাডিকো’র উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি শহীদ হাদীস পার্ক থেকে শুরু হয়ে খুলনা সার্কিট হাউজ মাঠে গিয়ে শহীদ শেখ রাসেলের  প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী এ .এইচ .এম. মহিউদ্দিন ।


প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী এ .এইচ .এম. মহিউদ্দিন
 

শ্রদ্ধা নিবেদন শেষে বর্নাঢ্য  র‍্যালি  

উক্ত পুষ্পার্ঘ্য অর্পণের সময় আরও  উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (পিএন্ডডি) ও নির্বাহী পরিচালক (প্রশাসন)-(অতি: দা:)  প্রকৌ: মো: আখেরুল ইসলাম, নির্বাহী পরিচালক (অর্থ)-(অতি: দা:) জনাব এ এন এম মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী (ইএসসিএস) জনাব মো: আবু হাসান, প্রধান প্রকৌশলী (পিএন্ডডি) জনাব এ. টি. এম তারিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ওএন্ডএম) জনাব মো: রোকনউজ্জামন, মহাব্যবস্থাপক (প্রশাসন) জনাব মো: আলমগীর কবীর, উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) ও কোম্পানি সচিব (অতি: দায়িত্ব) জনাব মোহাম্মদ নাজমুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও দুপুর ২:৩০ মিনিটে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে আলোচনা সভায় অংশগ্রহণ করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক  প্রকৌশলী এ .এইচ .এম. মহিউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মোঃ মাহবুবুর রহমান

সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ)

ওজোপাডিকো, খুলনা।

Images
Attachments
Publish Date
18/10/2023
Archieve Date
30/01/2024

আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের লক্ষ্য সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগনের প্রতি আহবান