Wellcome to National Portal
Main Comtent Skiped

নলছিটি বিদ্যুৎ সরবরাহের সম্মানিত গ্রাহকগনের অবগতির জন্য জানানো যাইতেছে যে,   দপদপিয়া ১১ কেভি ফিডারের জরুরী রক্ষণাবেক্ষণ ও  ডালপালা  কর্তন এবং নির্মানাধীন ৩৩ কেভি লাইনের পোল স্থাপনের জন্য আগামী ২৭/০৩/২০২৪ ইং তারিখ রোজ বুধবার সকাল ০৮.০০ ঘটিকা হইতে বিকাল ০৪.০০ ঘটিকা পর্যন্ত দপদপিয়া ফেরিঘাট,  কুমারখালি, পূর্বদপদপিয়া, দপদপিয়া ইউনিয়ন পরিষদ, বোটের হাট এলাকায় বিদ্যুৎ  সরবরাহ বন্ধ থাকিবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধকালীন সময়ে বৈদ্যুতিক লাইনের পার্শ্ববর্তী গাছপালা কাটা বা লাইনের সংস্পর্শে আসা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজন সাপেক্ষ্যে যেকোন সময় বিদ্যুৎ সরবরাহ সচল করা হতে পারে ।সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় নলছিটি বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।


Post Communication

Office of Residential Engineer

Nalcity Electric Supply,WZPDCL

Post Code -8420

আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের লক্ষ্য সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগনের প্রতি আহবান