নলছিটি বিদ্যুৎ সরবরাহের আওতাধীন ১১ কেভি নলছিটি ফিডারের সকল এলাকা, উপজেলা পরিষদ, বাজার, নলছিটি থানা, মাঠিভাঙ্গা, মালি পুর, মল্লিকপুর, সারদল, সূর্যপাশা, নাংগুলি, শিতলপাড়া, উত্তর ঝুরকাঠি এলাকায় গাছপালা কর্তন ও মেইন লাইনের তারের স্যাগ নিরসনের জন্য দুই পোলের মধ্যে পোল স্থাপনের জন্য আগামী শনিবার ৩ /২/২০২৪ তারিখ সকাল ৮ঃ০০ হইতে বিকাল ৫ঃ০০ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষে যথারিতি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হইবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য কর্তপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
প্রচারে আবাসিক প্রকৌশলীন
লছিটি বিদ্যুৎ সরবরাহ
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS