এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭/০২/২০২৪ খ্রিঃ তারিখ রোজ শনিবার ০৮.০০ হতে ১৬.০০ ঘটিকা পর্যন্ত ১৩২/৩৩ কেভি যশোর গ্রিড উপকেন্দ্রের ১৩২কেডি বাসবার বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বন্ধ (সাট-ডাউন) থাকিবে। উক্ত কাজ চলাকালীন সময়ে বিক্রয় ও বিতরণ বিভাগ-২, ওজোপাডিকো, যশোর দপ্তরের আওতাধীন সকল এলাকায় (সমগ্র যশোর পৌর এলাকাসহ, ঝুমঝুমপুর বালিয়াডাঙ্গা, হামিদপুর, সীতারামপুর, নিউটাউন, শেখহাটি, পাঁচবাড়িয়া, কিসমত নোয়াপাড়া, তরফ নোয়াপাড়া, বিরামপুর, আরবপুর, যশোর ক্যান্টনমেন্ট, পালবাড়ি, গাজিরঘাট রোড, নওদাগ্রাম, পাগলাদ্য সহ সকল এলাকা) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজে অনিচ্ছাকৃত বিদ্যুৎ বিচ্যুতির জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস